পঞ্চগড়ে দিন এবং রাতের তাপমাত্রা কমেছে। দুইদিন ধরে ঠিকমতো সূর্যের দেখা মেলেনি। এমন অবস্থায় সোমবার (১ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস সূত্র জানায়, রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আকস্মিক দিন এবং রাতের তাপমাত্রা কমে যাওয়ায় সর্বত্র কনকনে শীত অনুভূত হচ্ছে।
এদিকে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। দিনে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। দুইদিনের শীতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বেশি দুর্ভোগে পড়েছেন রিকশা-ভ্যানের চালকরা। কমে গেছে তাদের দৈনন্দিন আয়।
উপজেলা সদরের মারুপাড়া এলাকার কৃষি শ্রমিক মনির হোসেন বলেন, কয়েকদিন ধরে দিনে বেশ রোদ ছিল। ঘনকুয়াশা না থাকলেও রোববার থেকে ঠিকমতো সূর্যের মুখ দেখা যায়নি। বিকেলের পর শুরু হয় হিমশীতল বাতাস। সকালে কনকনে ঠান্ডা লাগে। ক্ষেতে হাত দিয়ে ঠিকমতো কাজ করা যায় না।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, রোববার সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। কিন্তু সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। দিনের তাপমাত্রাও কমে গেছে ৪ থেকে ৫ ডিগ্রি। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান এই কর্মকর্তা।।
সফিকুল আলম/এফএ/এমএস