দেশজুড়ে

মানিকগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ১

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধূসর গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি দল। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক হওয়া ওই ব্যক্তির নাম আফছার আলী (৫০)। তাঁর বাড়ি জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামে।র‌্যাব-৪ সূত্র জানায়, আফছার আলী অস্ত্রের ব্যবসা করতেন বলে র‌্যাবের কাছে তথ্য রয়েছে। এর পরিপ্রেক্ষিতে দুপুর ১২টার দিকে র‌্যাব-৪ এর উপ-পরিদর্শক (এসআই) সুপ্রভাত মন্ডলের নেতৃত্বে ধূসর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আফছারের দেহ তল্লাশি করে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আফছার আলীকে র‌্যাব-৪ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে শিবালয় থানায় হস্তান্তর করা হবে।বি.এম খোরশেদ/এসএস/এমএস