মানিকগঞ্জের আরিচা ঘাটে অনুষ্ঠিত হলো আড়াইশ’ বছরের ঐতিহ্যবাহী বারুণী স্নান উৎসব। মঙ্গলবার এ উপলক্ষে যমুনা তীরে শুরু হয়েছে সাত দিনব্যাপি গ্রামীণ মেলা।স্নান উৎসবে যোগ দিতে সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে যমুনা তীরে ভিড় করেন সনাতন ধর্মালম্বী হাজারো নারী-পুরুষ। নিজেদের পাপ মোচনের আশায় পূজা-অর্চনা শেষে নদীতেস্নিান করেন ভক্ত, পূণার্থীরা।আরিচা বন্দর ব্যবসায়ী সমিতির সহযোগিতায় আড়াইশ’ বছর ধরে এ উৎসব পালন করে আসছেন হিন্দু ধর্মালম্বীরা। শান্তিপূর্ণ পরিবেশে স্নান সম্পন্ন করতে এবারো স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়। নিরাপত্তা রক্ষায় পুলিশের পাশাপাশি কাজ করে বন্দর সমিতির স্বেচ্ছাসেবক দল। ফ্রি স্বাস্থ্য সেবাসহ স্নান উৎসবের নানা কাজে সহযোগিতা করেন পূজা উৎযাপন পরিষদ, হিন্দু মহাজোট, রামকৃঞ্চ মিশন, ইসকনসহ বিভিন্ন সংগঠন। বি.এম খোরশেদ/এসএস/এমএস