দেশজুড়ে

নওগাঁয় জামায়াতের সেক্রেটারি আটক

নাশকতা মামলায় নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি মহিউদ্দিন মন্ডলকে (৪৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের মাস্টার পাড়া মহল্লা থেকে তাকে আটক করা হয়। আটক মহিউদ্দিন মন্ডল জেলার ধামইরহাট উপজেলার চকসোবল গ্রামের নজিম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি পরিবারসহ নওগাঁ শহরের জনকল্যাণ পাড়ায় বসবাস করেন।নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, গত বছর সারা দেশে জামায়াত-বিএনপির তাণ্ডবের সময় বিভিন্ন নাশকতা ঘটানো হয়। এ সময় তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা হয়। মামলার পর মহিউদ্দিন দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাস্টার পাড়া মহল্লা থেকে তাকে আটক করা হয়। ওসি আরো জানান, আটক মহিউদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।আব্বাস আলী/এফএ/পিআর