কুড়িগ্রামে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) জেলার রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সুবল চন্দ্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, রাতে তাপমাত্রা আরও কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এ মাসে একটি শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, চরাঞ্চলের শীতের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টির মত ঝড়ে পড়া কুয়াশায় কাজের সন্ধানে ছুটে চলা মানুষজন পড়ছে ভোগান্তির মুখে। তীব্র ঠান্ডায় সবজিক্ষেত ও বীজতলা নষ্টের আশঙ্কা বাড়ছে।
শহরের টাপু ভেলাকোপা গ্রামের মো. আসলাম হোসেন বলেন, হোটেলে কাজ করতে যাচ্ছি। সারারাত কনকনে ঠান্ডা। দিনের বেলাও একই অবস্থা। এমন অবস্থায় আমার মতো খেটে খাওয়া মানুষজনের কষ্টের শেষ নেই। কাজ না করে ঘরে বসে থাকলে তো পেটে ভাত জুটবে না।
ধরলার পাড়ের নজরুল ইসলাম বলেন, দু-তিন দিন খুব ঠান্ডা পড়ছে। সকালে উঠে জমিতে কাজে যেতে হয়। কাজ করতে গিয়ে হাত পা বরফের মত ঠান্ডা হয়ে যাচ্ছে।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/জিকেএস