ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সমর্থকের গাড়ির গ্লাস ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (১ জানুয়ারি) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান অভিযোগ বলেন, আমার সমর্থক সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন চান্দুরা এলাকায় আমার প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় তাদের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুজন আহতও হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি আমি পুলিশ সুপারকে মৌখিকভাবে জানিয়েছি। এ ঘটনা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, মাইক্রোবাসের পেছনের গ্লাস ভেঙে গেছে। তবে কে বা কারা এই কাজ করেছে তা এখনো নিশ্চিত নয়। এ ঘটনা তদন্ত চলছে।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম