দেশজুড়ে

নৌকার প্রার্থীকে উঠিয়ে নেওয়ার চেষ্টায় যুবক আটক

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে এক নির্বাচনী পথসভা থেকে উঠে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে নুরুল ইসলাম প্রামাণিক (৩৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে সাড়ে ১২টার দিকে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতী বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী পথসভা থেকে তাকে আটক করা হয়।

আটক নুরুল ইসলাম সিরাজগঞ্জ-৩ আসনে মুক্তিজোটের প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বলে জানা গেছে। তবে তার মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বাসস্ট্যান্ড এলাকায় নৌকা প্রতীকের পথসভার আয়োজন করা হয়। সেখানে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। এসময় হঠাৎ করে নুরুল ইসলাম এমপিকে বলেন, ‘উঠেন আপনি। কিসের এমপি হয়েছেন?’ একথা বলে তাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, এ ঘটনায় আটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এ প্রসঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলে রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এম এ মালেক/এসআর/এমএস