অর্থনীতি

দুরন্ত স্পোর্টস গ্যালারি আয়োজন করলো ‘ভিক্টোরি কাপ’

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর স্পোর্টস চেইন শপ ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’ মহান বিজয় দিবস উপলক্ষে দেশের কয়েকটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি ভিক্টোরি কাপ’ নামে ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করেছে। তরুণ ছাত্র-ছাত্রীদের মুঠোফোনের প্রতি আসক্তি কমিয়ে বিনোদনের মাধ্যম হিসেবে খেলাধুলা ও ফিটনেসের প্রতি আরও আগ্রহী করে তোলার উদ্দেশ্যে এ আয়োজন করে দুরন্ত স্পোর্টস গ্যালারি।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সাইক্লিং, দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয় ও প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজধানীর ন্যাশনাল বাংলা হাই স্কুলে (মিরপুর-২) প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন দুরন্ত স্পোর্টস গ্যালারির হেড অব মার্কেটিং শফিক শাহীন, ইন-চার্জ কামাল হোসেন ও সাব-অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার নাহিদ আহমেদ অভিসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া রাজধানীর বাইরে সামিট স্কুল অ্যান্ড কলেজে (শেরপুর, বগুড়া) আয়োজিত ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি ভিক্টোরি কাপ’ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার দেন দুরন্ত স্পোর্টস গ্যালারির স্থানীয় প্রতিনিধি সাইদুল হক।

এ সময় স্কুল কর্তৃপক্ষ এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করায় দুরন্ত স্পোর্ট গ্যালারির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ চলমান রাখার অনুরোধ করেন।

ভোক্তাদের হাতে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ক্রীড়া ও ফিটনেস সামগ্রী পৌঁছে দিতে ২০১৬ সালে যাত্রা শুরু করে দুরন্ত স্পোর্টস গ্যালারি। বর্তমানে আউটলেটগুলোতে বিভিন্ন ধরনের বাইসাইকেল, বাইসাইকেল এক্সেসরিজ, খেলনাসহ বিভিন্ন ধরনের ক্রীড়া ও ফিটনেস সামগ্রী পাওয়া যাচ্ছে। রাজধানীসহ সারাদেশে দুরন্ত স্পোর্টস গ্যালারির ১০২টি শোরুম চালু রয়েছে। এমআরএম/এএসএম