দেশজুড়ে

ফরিদপুর-৩ আসনে নৌকার প্রচারণায় সাকিব আল হাসান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী শামীম হকের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন সাকিব আল হাসান।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে তিনি ফরিদপুর শেখ রাসেল ক্রিড়া চক্রে আসেন। এরপর কালো রংয়ের খোলা জিপে আওয়ামী লীগ প্রার্থী শামিম হককে সঙ্গে নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ও নৌকা প্রতীকের প্রচারপত্র বিতরণ করেন তিনি।

এসময় সাকিব শহরের সাধারণ জনতাকে হাত নেড়ে অভিভাদন জানিয়ে নৌকায় ভোট চান। উৎসুক জনতা সেলফি তুলতে এগিয়ে এলে তাদের সঙ্গে ছবি তোলেন।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও মাগুরা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান জানান, গোটা বাংলাদেশ এখন নির্বাচনের উৎসব মুখর পরিবেশ, আমার ধারণা প্রতিটি জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফরিদপুরের প্রধানমন্ত্রী জনসভায় আমি এসে ছিলাম। আজ শামিম ভাইয়ের নির্বাচনী প্রচারণায় এসেছি। আশা করি ভালো একটি ক্যাম্পিং হবে। প্রধানমন্ত্রী ফরিদপুরের মানুষের প্রতি যে ভালবাসা দেখিয়েছেন এ জেলার মানুষ তার প্রতিদান ভোটের মাধ্যমেই দিবে।

তিনি বলেন,বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা যে ভাবে চলছে তাতে ভোটাররা তার প্রতিদান দিবেন । আমি আশা করছি ফরিদপুরে চারটি আসনেই বিপুল ভোটে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হবেন।

ফরিদপুর-৩ সদর আসনে ৭ জানুয়ারির নির্বাচনে ছয় প্রার্থী অংশ নিচ্ছেন। এদের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী শামিম হকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ.কে আজাদের ঈগল প্রতীকের হাড্ডাহাড্ডি লড়ায়ের সম্ভাবনা রয়েছে।

এন কে বি নয়ন/এনআইবি/এমএস