দেশজুড়ে

দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল বাশার বসুনিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের প্রধানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তিনি উপজেলার রামগঞ্জ বসুনিয়া পাড়া এলাকার গাজী বসুনিয়ার ছেলে। আবুল বাশার বসুনিয়া দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল মোকাদ্দেম জাগো নিউজকে বলেন, তার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

সফিকুল আলম/এনআইবি/জিকেএস