জাতীয়

বিজয় দিবসে শিশু একাডেমীর ক্রীড়া প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে শিশুদের মুক্তিযুদ্ধ/দেশের গান ও অভিভাবকদেরসহ শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আগামী ১৯ ডিসেম্বর ২.৩০টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও একাডেমীসহ বিভিন্ন শিশু সংগঠনের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনার মধ্য দিয়ে সাজানো হয়েছে বর্ণিল এক মহান বিজয় দিবসের অনুষ্ঠান।বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে এই প্রথম বারের মত গত ০১ ডিসেম্বর সোমবার একাডেমী প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত জাতীয় পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রার মধ্যেদিয়ে শুরু হয় মহান বিজয় দিবস। ১২ ডিসেম্বর শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বেলা ১২.০০ টায় একাডেমীর গ্রন্থ ভবনের লেকচার থিয়েটার হলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আগামী ১৯ ডিসেম্বর বিকাল ৪টায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রক্ষাত সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম।বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন- বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন।