দেশজুড়ে

ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত : ট্রাকে আগুন

সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় আরো দুই ছাত্র আহত হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার মাইঝাইল গ্রামে এই ঘটনা ঘটে।নিহত আলহাজ্ব হোসেন (৭) চর মাইঝাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও চর মাইঝাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। আহতদের পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সোয়া ১২টার দিকে স্কুল ছুটি হওয়ার পর তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলহাজ্ব নিহত হয় ও আহত হয় অপর দুইজন। এসময় চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।বাদল ভৌমিক/এআরএ/এমএস