দেশজুড়ে

গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার

গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিমকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা পৌর শহরের ফকিরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

জাকারিয়া আলম জিম শহরের ফকিরপাড়া এলাকার খন্দকার মফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, পলাশবাড়ী থানার একটি মামলায় গাইবান্ধা শহরের ফকিরপাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি জেলা ছাত্রদলের সভাপতি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম সরকার শাহীন/এএইচ/এমএস