কুড়িগ্রামে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে মানুষজন। দিন যতই যাচ্ছে শীতের তীব্রতা ততই বেড়ে চলছে। ফলে শ্রমজীবি মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.১ ডিগ্রি সেলসিয়াস। দুদিন পর তপমাত্রা আরও কমতে পারে।
সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলায় ঘন কুয়াশা ঢেকে আছে জনপদ। দিনের অধিকাংশ সময় সূর্যের উপস্থিতি না থাকায় বৃষ্টির মত ঝরছে কুয়াশা। এ অবস্থায় কাজের সন্ধানে ছুটে চলা মানুষে কষ্টের মাত্রা বেড়েছে। ঘন কুয়াশায় সূর্যের দেখা না মেলায় দিনের বেলাতেও হেড লাইট জালিয়ে চলছে যানবাহনগুলো। গরম কাপড়ের অভাবে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন দুঃস্থ ও অসহায় মানুষ।
পৌর শহরের গাড়িয়াল পাড়া গ্রামের বাসিন্দা ফেরদৌস হাসান জানান, গত পাঁচদিন ধরে সকাল আর রাতে বৃষ্টির মত কুয়াশা পড়ছে। কাজকর্ম ও চলাফেরা খুবই সমস্যা হচ্ছে। কিন্তু মানুষ কাজ করতে না পারলে খাবার পাবে কোথায়?
শাহেরা বেগম নামে আরেক নারী জাগো নিউজকে বলেন, শীতকাল শুরু হলে মানুষের ভোগান্তি বাড়তে থাকে। ঠান্ডাজনিত রোগ সর্দি কাশিতে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যায়। ছোট বাচ্চাদের ও বয়স্কদের নিয়ে সব সময় দুঃশ্চিন্তায় থাকতে হয়।
কুড়িগ্রাম রাজারহাট কৃষি পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, জেলায় ১০.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী দুদিন তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এরপর শৈত্য প্রবাহ শুরু হতে পারে। ফলে তাপমাত্রা আরও নিম্নগামী হবে।
ফজলুল করিম ফারাজী/এনআইবি/এএসএম