দেশজুড়ে

নৌকার ক্যাম্পে গুলি: প্যানেল মেয়রসহ ১১ জনকে আসামি করে মামলা

মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার ক্যাম্পে গুলি ও ভাংচুরের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। মামলায় স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক মুন্সিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সাজ্জাত হোসাইন সাগরকে প্রধান করে আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে মুন্সিগঞ্জ সদর থানায় বজ্রযোগিনী এলাকার নৌকার সমর্থক জুনায়েদ আহমেদ বাদী হয়ে এ মামলা করেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে পুলিশ মামলার বিষয় নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন, শহর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেল, যুবলীগ নেতা রুবেল, রিয়াজ মাহমুদ, প্রান্ত শেখ, অপু শেখ, রতন, লাকুম রাঢ়ী, সোহাগ কাজী, ইব্রাহীম হাওলাদার ও বাবু কাজী।

মামলা সূত্রে জানা যায়, গেল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বজ্রযোগিনীর বটতলা এলাকায় সাজ্জাত হোসাইন সাগরের নেতৃত্বে ১৫-২০টি মোটরসাইকেলে এসে নৌকা মার্কার নির্বাচনী ক্যাম্পে থাকা বাবু মুন্সিকে লক্ষ্য করে গুলি করা হয়। এসময় গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। পরে তারা নৌকার কার্যালয় ভাঙচুর করে।

মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতারে অভিযান চলছে।

আরাফাত রায়হান সাকিব/এএইচ/জেআইএম