দেশজুড়ে

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই নিহত

শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার আমলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আমলাতলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে আনিসুর রহমান (২২) এবং মো. কাজিমদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৫)। নিহতরা পরস্পর চাচাতো ভাই বলে জানা যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে বিচ্ছিন্ন করা সংযোগের তার আনতে যায় দুই ভাই। এসময় বিচ্ছিন্ন বিদ্যুতের তারে স্পৃষ্টে হয়ে দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দা রুহুল আমীনও আহত হন। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নেয়ার পথে আনিসুুর ও শফিকুল মারা যান। আহত রুহুল আমীনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।শেরপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. আসাদ জানান, হাসপাতালে আনার তাদের আগেই তাদের মৃত্যু হয়েছে।এ ব্যাপারে নালিতাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। হাকিম বাবুল/এআরএ/এবিএস