বাগেরহাটের মোরেলগঞ্জে খেজুর গাছ থেকে পড়ে আব্দুস সালাম হাওলাদার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির গাছ থেকে পড়ে নিহত হন তিনি। নিহত সালাম হাওলাদার উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের মৃত আব্দুল হাকিম হাওলাদারের ছেলে।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান জাগো নিউজকে জানান, নাতির পায়েশ খাওয়ার আবদার পূরণ করতে সালাম হাওলাদার বাড়ির একটি খেজুর গাছে ওঠেন। গাছ থেকে রসের হাড়ি নামানোর সময় অসতর্কতাবশত সেখান থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এনআইবি/এএসএম