বগুড়ার গাবতলীতে একটি ভোটকেন্দ্র থেকে দুটি অবিষ্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের আটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে দুপুরে অবিষ্ফোরিত অবস্থায় হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, ভোটারদের মনে ভীতি সৃষ্টি করতেই বোমাগুলো রাখা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।
এনআইবি/এএসএম