খেলাধুলা

থিয়েরির অবসর ঘোষণা

পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিযেছেন ফ্রান্সের ফরোয়ার্ড থিয়েরি হানরি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস বুকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।অবসর নেওয়ার ব্যাপারে থিয়েরি বলেছেন, ‘২০ বছর পর আমি পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি।’ ফুটবলকে বিদায় জানানোর পর স্কাই স্পোর্টসের টিভি বিশেষজ্ঞ হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।জাতীয় দলের হয়ে ১২৩ ম্যাচ খেলে ৫১টি গোল করেছেন হানরি। এ ছাড়া ক্লাব ক্যারিয়ারে খেলেছেন জুভেন্টাস, আর্সেনাল, বার্সেলোনা, নিউ ইয়র্ক রেড বুলস ও মোনাকোতে।