টেনিস কোর্টের বাইরে মডেল হিসেবেও কাজ শুরু করতে যাচ্ছেন ২০ বছর বয়সী ইউগেনি বুচার্ড। কানাডার টেনিস সেনশেসন এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে চু্ক্তিবদ্ধ হয়েছেন আইএমজি মডেলসের সঙ্গে।এ বছর উইম্বলডন ওপেনের ফাইনাল, অস্ট্রেলিয়া ও ফরাসি ওপেনের সেমিফাইনালে ওঠে প্রাদপ্রদীপের আলোয় এসেছেন বুচার্ড। তার খেলার কৌশল, অসাধারণ ব্যক্তিত্ব ও সুন্দর মুখ অবয়বের জন্য মডেলিংয়ে তিনি ভাল করবেন বলে আশা করছেন অনেকেই।এর আগেও বেশকয়েকজন টেনিস প্লেয়ার মডেল হিসেবে কাজ করছেন। তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার আনা কাউরনিকোভা এবং সার্বিয়ার আনা ইভানোভিচ।