দেশজুড়ে

বগুড়া সদরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

 

বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক মার্কা) আব্দুল মান্নান আকন্দের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের ঢাকা-রংপুর মহাসড়কের তেলিপুকুরে এ ঘটনা ঘটে। আগুনে ওই প্রার্থী নির্বাচনী ক্যাম্প ভস্মীভূত হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নেওয়া হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া/এমএএইচ/