দেশজুড়ে

সাঘাটায় ভোটকেন্দ্রে দুর্বৃত্তের আগুন

গাইবান্ধার সাঘাটায় একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য নির্বাচনি কাজে নিয়োজিত সদস্যরা রক্ষা পেয়েছেন।

শনিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার ১০৫ নম্বর ভোটকেন্দ্র ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা একটি কক্ষে বাইর থেকে কেরোসিনের বোতল ফেলে তার মধ্যে আগুন দিয়ে পালিয়ে যায়। ভোটকেন্দ্রের দায়িত্বরতরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পেরে সাঘাটা থানা পুলিশ ও বিজিবি টহল দলকে খবরকে দেন। তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী সরঞ্জামাদির কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শামীম সরকার শাহীন/এফএ/এমএস