দেশজুড়ে

মনে শান্তি পেতে ৯০ বছরের আদুরী গেলেন ভোটকেন্দ্রে

‘গত নির্বাচনে ভোট দিতে পারি নাই। এবার কষ্ট কইরা হইলেও ভোট দিতে আইছি মনের শান্তির লাইজ্ঞা।’ কথাগুলো বলছিলেন আদুরী সরকার নামে এক শারীরিক প্রতিবন্ধী ভোটার।

রোববার (০৭ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া ব্রাহ্মণবাড়িয়া-১ (নাছিরনগর) আসনের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দিয়ে জাগোনিউজের কাছে এই মন্তব্য করেন আদুরী সরকার।

৯০ বছরের আদুরী সরকার জন্মগত প্রতিবন্ধী। তিনি উপজেলার কুন্ডা ইউনিয়নের বেরুইন গ্রামের মৃত জোগেস সরকারের স্ত্রী। হাঁটতে না পারায় দুই হাতে লাঠি ভর করে কেন্দ্রে এসেছেন তিনি।

আদুরী সরকার বলেন, ‘স্বামী মারা গেছে দেশ স্বাধীনের আগে। ৩ ছেলে এক মেয়ে আছে আমার। স্বাধীনের পর অনেকবার ভোট দিছি, তবে গতবার ভোট দিতে পাড়ি নাই। এবার কষ্ট কইরা ভোট দিতে আইছি মনে শান্তির লাইজ্ঞা। যদি দুর্ভোগ কিছু কমে।’

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসার নাসিরনগর সরকারি কলেজের সহকারী প্রফেসার আব্দুল হক জানান, এই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৬০১ জন।

বুথ আছে ৮টি, এর মধ্যে জায়গা সংকুলান না হওয়ায় দুইটি বুথ আলাদা বাইরে স্থাপন করতে হয়েছে। দুই ঘণ্টায় ৫ শতাধিক ভোট পড়েছে।

আবুল হাসনাত মো. রাফি/জেএমএস/এএসএম