দেশজুড়ে

লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত

লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতের গুলিতে আবদুল ওদুদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে প্রবাসীসহ দুইজন আহত হন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার করইতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল ওদুদ উপজেলার চর লরেন্স ইউনিয়নের মৃত চকু জমাদারের ছেলে। আহতরা হলেন- নিহতের ছেলে প্রবাসী আবদুর রহমান (৩৭) ও নাতি মো. রাসেল (১৮)। তাদের মধ্যে আবদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিব বলেন, বৃদ্ধের বুকে গুলি করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। গুরুতর আহত আবদুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের বাধা দিলে একজনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।কাজল কায়েস/এসএস/এমএস