শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি প্রমাণ করে মানুষের মধ্যে এ নির্বাচন নিয়ে কতোটা আগ্রহ ও উচ্ছ্বাস রয়েছে। তাই বিএনপি নাশকতা, মানুষ পুড়িয়েও এ নির্বাচন বানচাল করতে পারেনি।
রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় ডা. দীপু মনি তার নিজ গ্রাম সদর উপজেলার কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় লাইন দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেন ডা. দীপু মনি। পরে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
দীপু মনি বলেন, মানুষ নির্বাচনে আগ্রহী, তাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। সবগুলো কেন্দ্রে মানুষের দীর্ঘ লাইন। মানুষের জন্য ১৫ বছর কাজ করেছি। আমি সব সময় মানুষের আস্থা বিশ্বাস রাখার চেষ্টা করেছি।
শরীফুল ইসলাম/আরএইচ/এএসএম