দেশজুড়ে

ঝিনাইদহে কয়েক হাজার গাছ কর্তন

গ্রাম্য মাতব্বরের নির্দেশে কাটা হচ্ছে হাজার হাজার সবুজ গাছ। এই বিরল ঘটনাটি ঘটছে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেরার লক্ষ্মীপুর গ্রামে। গত তিন সপ্তাহে মাঠের তিন হাজারের অধিক নানা জাতের গাছ কেটে ফেলা হয়েছে। এখনও চলছে গাছ কাটার কাজ। আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে মাঠটি বৃক্ষ শুন্য হবে বলে জানা গেছে।গ্রামবাসী অভিযোগ করে বলেছেন, ফসলের ক্ষতির অজুহাতে গোটা মাঠের গাছ কাটার নির্দেশ দিয়েছেন মাতবররা। হঠাৎ করে গত ১৭ মার্চ দুই গ্রামের মাঝে অবস্থিত সীমান্ত বাজারে লক্ষ্মীপুর গ্রামের লোকজনকে ডাকা হয়। গ্রামের মাতবররা এই লোকজন একত্রিত করার আয়োজন করেন। সেখানে বেশ কয়েকজন মাতবর উপস্থিত ছিলেন। মজিবর রহমান নামের এক মাতবর সভায় সভাপতিত্ব করেন। সময় দেয়া হয় আগামী ২০ দিনের মধ্যে মাঠে যার যা গাছ আছে কেটে নিতে হবে।গ্রামের এক বাসিন্দা মোহাম্মদ আলী জানান, তিনি গ্রামের সভায় উপস্থিত ছিলেন। সেখানে মাতবররা গাছ কাটার নির্দেশ দিয়েছেন। এরপর কাটা হচ্ছে গাছ। তিনি বলেন, গত ক’দিনে তিন হাজারের অধিক গাছ কাটা হয়েছে। তিনি জানান, সদ্য লাগানো থেকে শুরু করে ১৫ বছর বয়স হয়েছে এমন সব গাছ কাটা হচ্ছে। ঝিনাইদহ পরিবেশ আন্দোলনের আহ্বায়ক মাসুদ আহম্মদ ওরফে সনজু জানান, এটা খুবই অন্যায়। এ জাতীয় নির্দেশ মাতবররা কিভাবে দেন তা তার জানা নেই।ঝিনাইদহ জেলা বন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, একজনের গাছ অন্যজন কাটার নির্দেশ দিতে পারেন না।এ ব্যাপারে গ্রামের মাতবর মজিবর রহমান জানান, ফসলের ক্ষতির কথা চিন্তা করে তারা এই গাছ কাটার নির্দেশ দিয়েছেন।পরিবেশ অধিদফতর খুলনার উপ-পরিচালক মল্লিক আমজাদ হোসেন জানান, এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। গ্রামের মাতবররা এই নির্দেশ দিতে পারেন না। তিনি বিয়ষটি দ্রুত প্রশাসনের অন্য কর্মকর্তাদের অবহিত করে ব্যবস্থা নেবেন বলে জানান।   এসএস/এমএস