দেশজুড়ে

জোরপূর্বক জাল ভোট দেওয়ার চেষ্টা, পুলিশের গাড়ি ভাঙচুর

চাঁদপুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে জালভোট দেওয়াকে কেন্দ্র করে নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১ টায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের মুন্সীরহাট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (রাজস্ব বাস্তবায়ন) মোহিত চৌধুরীর গাড়ি ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৬ রাউন্ড শটগানের গুলি বর্ষণ করে এবং ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ৪ নং সুবিদপুর ইউপিস্থ কেন্দ্র নং-৩৭ মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের শাসনমেঘ কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাংবাদিক মোহম্মদ শফিকুর রহমান (নৌকা) প্রতীকের সমর্থকরা জোরপূর্বক ব্যালট পেপার নিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। তখন স্বতন্ত্র প্রার্থী ড. শামসুল হক ভূইয়া (প্রতীক-ঈগল) সহ অন্যান্য প্রার্থীর এজেন্টরা বাঁধা প্রদান করলে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

একপর্যায়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ড. শামসুল হক ভূঁইয়ার এজেন্টদেরকে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়। তখন মোহাম্মদ শফিকুর রহমান (নৌকা) প্রতীকের সমর্থকরা অবৈধভাবে ব্যালট পেপার নিয়ে কিছু ভোট কেটে নেয়।

তিনি আরও জানান, নির্বাচনী কর্মীরা ক্ষুদ্ধ হয়ে প্রায় ৪০০ থেকে ৫০০ জন উত্তেজিত জনতা ইট,পাটকেল নিয়ে কেন্দ্র নং-৩৭ মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ে হামলা করে। হামলার এক পর্যায়ে রাস্তায় থাকা অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ির সামনে ও পাশের জানালার গ্লাস ভাঙচুর করে। তবে এই ঘটনায় কাউকে আটক কিংবা মামলা হয়নি বলে জানান থানার ওসি।

শরীফুল ইসলাম/কেএসকে/জেআইএম