দ্বাদশ সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন ৩১ টি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন (নৌকা) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৮ হাজার ৭৭৭ ভোট ও তার নিকটতম প্রার্থী স্বতন্ত্র জসিম উদ্দিন (ঈগল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ২৩৬ ভোট।
এ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৫ টি । আর ভোট কক্ষ সংখ্যা ৮৩৬ টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৮১৯ জন। আর এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী।
জুয়েল সাহা বিকাশ/এমএমআর/জেআইএম