দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। ঢাকা-৫ আসনের ১৮৭টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম।
এরমধ্যে নৌকার প্রার্থী হারুনর রশীদ (মুন্না) ৩ হাজার ২১৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তিনি যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লা পেয়েছেন ৩ হাজার ১৭৩ ভোট।
এর আগে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয়েছে বিকেল ৪টায়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে ভোটগ্রহণ। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ে।
এখন পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে সেটি বাড়তে বা কমতে পারে বলে জানান তিনি। রোববার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
এনএইচ/এমআইএইচ/জেআইএম