দেশজুড়ে

সীমানা বিরোধ নিয়ে বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা

মুন্সিগঞ্জে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তারিকুল ইসলাম (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হুগলাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। তারিকুল ইসলাম ওই এলাকার আবুল বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির সীমানা বিরোধ নিয়ে হুগালকান্দি গ্রামে আবুল বেপারীর ছেলে তারিকুল ইসলামের সঙ্গে প্রতিবেশী এনায়েতুল্লাহর ছেলে মাহিরের বিরোধ চলে আসছিল। সন্ধ্যায় মাহির ও তারিকুলের দেখা হলে পূর্ব বিরোধের জেরে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মাহির তারিকুলের বুকের বা পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তারিকুলকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুদিন আগেও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জেআইএম