ঝালকাঠির প্রত্যন্ত অঞ্চলে এইচএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষকদের সহায়তায় চলছে নকলের মহোৎসব। জানা গেছে, সদর উপজেলার নওপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গুয়াটন হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজ, বিনয়কাঠির সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিধ্যালয়, নলছিটির ভতরকাঠি সিআর মাধ্যমিক বিদ্যালয়, কাটাখালী জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ, জেড এ ভুট্টো মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদরাসা, রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজ, বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়, আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়, কাঠালিয়ার তোফাজ্জেল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ, আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়, বেগম রাজিয়া বালিকা বিদ্যালয়, ২৫ নং আমুয়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদমিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে শিক্ষার্থীদের নকলে সহায়তা করছেন কক্ষ পরিদর্শকরা। আর সহায়তার জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে পরীক্ষার দিন প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে সুযোগ দেয়ার নামে ৩০০ থেকে ৫০০ টাকা আদায় করছেন। কক্ষ পরিদর্শকের সহায়তায় বই খুলে পরীক্ষার্থীরা লিখছেন। এমনকি শিক্ষার্থীদের বুঝতে সমস্যা হলে কক্ষের ব্লাকবোর্ডে পয়েন্ট লিখে দিতেও দেখা গেছে। কেন্দ্র সংলগ্ন বাথরুমে পরিত্যক্ত বইয়ের স্তুপ, শিক্ষার্থীদের পায়ের কাছে বইয়ের ছেড়া পাতা এবং হাজিরা শিটের কপি কক্ষের বারান্দায় ছেড়া অবস্থায় দেখা গেছে। সরেজমিনে পরীক্ষা চলাকালে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে এ চিত্র পাওয়া গেছে। এ ব্যাপারে রাজাপুর আদাখোলা কেন্দ্র সচিব পরিচয়দানকারী কলেজ শিক্ষক রেজাউল সাংবাদিকদের বলেন, আপনারা আসছেন ঘুরে দেখে যান। কেউ অসদুপায় অবলম্বন করলে সেজন্য আমরা আছি। কর্তৃপক্ষ আছেন। আতিকুর রহমান/এসএস/এমএস