দেশজুড়ে

বড় ভাইকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এমপি হলেন লিপি

দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে বড় ভাইকে হারিয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সৈয়দ জাকির নূর লিপি। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬ হাজার ৭৬২ ভোট।

লিপির নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব) সৈয়দ সাফায়েতুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৯৯৮ ভোট।

রোববার (৭ জানুয়ারি) দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ বিষয়টি জানা গেছে।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

কিশোরগঞ্জ-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ১৩ হাজার ৯৭৮ জন। আসনটির ১৭৪ ভোটকেন্দ্রের ১০৭৩ ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

এসকে রাসেল/এমএমআর/জেআইএম