দেশজুড়ে

আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বিজয়ী

ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নূরুন্নবী চৌধুরী শাওন ১ লাখ ৭১ হাজার ৯২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন (ঈগল) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৭ হাজার ৮৮৬ ভোট। এছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ কামাল উদ্দিন ১ হাজার ৬৫৩ ভোট ও কংগ্রেস প্রার্থী ডাব প্রতীক নিয়ে মোঃ আলমগীর পেয়েছেন ১ হাজার ৫১১ ভোট।

এ আসনে ১১৯টি ভোট কেন্দ্রে মোট মোটার ৩ লাখ ৫৯ হাজার ৮১৯ জন। মোট ভোট পড়েছে ৫৪ শতাংশ। ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

জুয়েল সাহা বিকাশ/এমএমআর/জেআইএম