সিরাজগঞ্জে পৃথক সড়ক দুঘটনায় স্কুলছাত্রসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। এর মধ্যে বুধবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় তিনটি ট্রাকের সংঘর্ষে ২ জন এবং দুপুরে সদর উপজেলার চন্ডীদাশগাঁতীতে সড়ক পার হওয়ার সময় ২ স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার বহুলী গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র রাব্বি হোসেন (৯), একই গ্রামের আব্দুল লতিফের ছেলে একই শ্রেণির ছাত্র বায়েজীদ হোসেন (৯), পঞ্চগড়ের মোহাম্মদ ইসলাম হোসেন (৪০) এবং নওগার হাসান আলী (৩৮)। আহতরা হলেন- পঞ্চগড়ের সাইফুল্লাহ, মিজান উদ্দিন, দিনাজপুরের রাজিব হোসেন এবং রাজশাহীর মহসিন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গ যাচ্ছিল। অপরদিকে পঞ্চগড় থেকে অপর একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী আরেকটি ট্রাক দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে ধাক্কা দেয়। এতে পঞ্চগড় থেকে ঢাকাগামী ট্রাকের চালক ইসলাম হোসেনসহ ২ জন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ট্রাকে থাকা অপর ৪ জন গুরুতর আহত হন। হতাহতদের উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনার কারণে মহাসড়কের উপর তিনটি ট্রাক আটকা পড়ে মহাসড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে সিরাজগঞ্জ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। ক্ষতিগ্রস্ত ট্রাক তিনটি থানা হেফাজতে রয়েছে। সড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানগুলো সরিয়ে নেয়ার পর এই মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।অপরদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের চন্ডীদাসগাতীতে রাস্তা পার হওয়ার সময় ইট বোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায় স্কুলছাত্র। এ সময় বিক্ষুদ্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে এই মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাদল ভৌমিক/এসএস/এমএস