দেশজুড়ে

ঈগলের থাবায় বিবর্ণ গোলাপ

দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের প্রার্থী মোসা. তাহমিনা বেগম। তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৩৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) এ আসনের রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। মাদারীপুর-৩ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৫৭ হাজার ৮৫৬ জন।

আয়শা সিদ্দিকা আকাশী/এমএইচআর/জেআইএম