দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে নৌকার প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু ৯৪ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ পেয়েছেন ৭২ হাজার ৩৮৭ ভোট। ১২৫টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
শামসুল হক টুকু এবার টানা চতুর্থবারের মতো এমপি হলেন।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ৬১৬ জন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও রাকসুর সাবেক জিএস টুকু মুক্তিযুদ্ধের সময় মুজিববাহিনীর সদস্য ছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা। পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। প্রথমবার ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালেও তিনি এমপি নির্বাচিত হন। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত পালন করেছেন। ডেপুটি স্পিকার হওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন টুকু। ডেপুটি স্পিকার নির্বাচিত হন ২০২২ সালের ২২ আগস্ট।
আমিন ইসলাম জুয়েল/এমএইচআর/জেআইএম