দেশজুড়ে

নৌকা নিয়ে প্রথমবারের মতো এমপি হলেন আসাদ

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় আসতে পারেননি অন্য কোনো প্রার্থী। অন্য ৫ প্রার্থী সবাই মিলে যেখানে পেয়েছেন ১১ হাজার ৪০১ ভোট, সেখানে নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদ একাই পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৯০৯ ভোট।

এ আসনে অবশ্য আসাদকে দলের স্বতন্ত্র প্রার্থীর মুখোমুখি হতে হয়নি। আওয়ামী লীগের ভোট তিনি একচেটিয়া পেয়েছেন। আসাদ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। দলের তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি জনপ্রিয়। এ আসনের টানা দুই বারের এমপি আইন উদ্দিনকে বাদ দিয়ে এবার আসাদকে দলের মনোনয়ন দেওয়া হয়।

রোববার ভোটগ্রহণের পর রাত ১০টায় রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, দুই উপজেলায় মোট ভোট পড়েছে ১ লাখ ৭৩ হাজার ৫৩৪ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৩১০টি। এর মধ্যে আসাদ একাই পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৯০৯ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে বি এন এমের ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মন্টু নোঙ্গর প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫২৩ ভোট। মতিউর রহমান মন্টু রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এ আসনে বিএনপির মনোনয়নে নির্বাচন করতে তার প্রস্তুতি ছিল।

এ আসনে জাতীয় পার্টির আব্দুস সালাম খান লাঙ্গল প্রতীকে ৫ হাজার ২৭৪ ভোট, বাংলাদেশের সাংস্কৃতিক মুক্তি জোটের এনামুল হক ছড়ি প্রতীকে ৮১০ ভোট, বি এন এফের বজলুর রহমান টেলিভিশন প্রতীকে ৭৯৯ ভোট এবং এনপিপির সইবুর রহমান আম প্রতীকে পেয়েছেন ৯৯৫ ভোট।

সাখাওয়াত হোসেন/এমআইএইচএস/জিকেএস