দেশজুড়ে

জয়ী হলেন আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ

ভোলা-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ নৌকা প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. শাজাহান (লাঙ্গল) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫ হাজার ৯৮০। এছাড়া জাসদ প্রার্থী মশাল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩ হাজার ৮২১।

এ আসনে ১১৪টি ভোটকেন্দ্র এবং মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৮২৪।

রোবার রাত ৯টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান এসব নিশ্চিত করেন।

জুয়েল সাহা বিকাশ/এসএনআর/জেআইএম