মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা, দারিদ্র, অসাম্প্রদায়িক ও যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে বিজয় দিবসে জাতি তার শ্রেষ্ঠ সন্তান শহীদদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করেছে। মঙ্গলবার ভোর থেকেই বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সমবেত হতে থাকেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে জনতার স্রোত। সব স্রোত যেন এক মোহনায় মিশে একাকার হয়েছে।মঙ্গলবার ভোরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দলের পক্ষ থেকেও বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীবৃন্দ, সংসদের বিরোধীদলীয় নেতা, প্রতিমন্ত্রীবৃন্দ, তিনবাহিনীর প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন অংশীদারদের প্রতিনিধি এবং উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।এরপর জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ এ সময় তার সঙ্গে ছিলেন।দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এসময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে একে একে বেদীতে শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় ১৪ দল, শহীদ পরিবারের সন্তান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে ১৪ দল ও জাসদ, উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের নেতৃত্বে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, আসম আব্দুর রবের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, খালেকুজ্জামানের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল-বাসদ, নুরুর রহমান সেলিম ও ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে গণতন্ত্রী পার্টি, উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়, মহাপরিচালক শামসুজ্জামান খানের নেতৃত্বে বাংলা একাডেমী, লিয়াকত আলী লাকীর নেতৃত্বে শিল্পকলা একাডেমী।এছাড়া প্রফেসর ড. এমএ মান্নানের নেতৃত্বে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. মিজানুর রহমানের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গোলাম কুদ্দুসের নেতৃত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনের নেতৃত্বে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন, নজরুল ইসলাম বাচ্চু ও কাউসার হোসেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা যুব কমান্ড, এডভোকেট তারানা হালিম ও অরুন সরকার রানার নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, মহিউদ্দিন আহমেদ ও আব্দুস সালামের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ ও প্রজন্ম মঞ্চ, চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নেতৃত্বে জাকের পার্টি, আব্দুস সামাদ পিন্টুর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়।