লক্ষ্মীপুরের রামগতিতে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। উপজেলার চর রমিজ ইউনিয়নের আকরাম হাওলাদারের বাড়িতে বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, ঘটনার সময় বাড়ির একটি রান্না-ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে তা ছড়িয়ে বাড়ির জসিম উদ্দিন, মো. রিপন উদ্দিন, দিদার হোসেন, নিজাম উদ্দিন, গিয়াস উদ্দিন ও এরফান উদ্দিনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে লোকজনের সহযোগীতায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।কাজল কায়েস/এফএ/আরআইপি