দেশজুড়ে

নৌকা জেতায় গরু জবাই করে ভোজ করালেন কাউন্সিলর

 

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে হাবিবুন নাহার চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ায় গরুর মাংস দিয়ে কর্মী ও ভোটারদের ভোজ করিয়েছেন মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিল শরিফুল ইসলাম শরিফ।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে পৌর শহরের শ্রমকল্যাণ সড়কে একটি গরু জবাই করে কয়েকশ কর্মী-ভোটারদের বিরিয়ানি খাওয়ান তিনি।

মোংলা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম শরিফ বলেন, আমার প্রিয় নেতা খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক। তার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করে সবকিছু করতে পারি। রাজনৈতিক যেকোনো চ্যালেঞ্জ নিতে পারি। তাইতো মেয়রের স্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারকে জয়ী করতে স্থানীয় কর্মীদের নির্বাচনের শুরু থেকেই চাঙ্গা রেখেছি। তাকে নির্বাচিত করেই মাঠ ছেড়েছি। এ আনন্দে একটি গরু জবাই করে বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করেছি। এতে কর্মী ও সাধারণ ভোটাররা ভীষণ খুশি হয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়ে বুধবার (১০ জানুয়ারি) শপথ নিয়েছেন হাবিবুন নাহার। তিনি সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

আবু হোসাইন সুমন/এসআর/এমএস