দেশজুড়ে

কালকিনিতে ১৫ মণ জাটকা জব্দ

ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার মজিদবাড়ি ভূরঘাটা বাজারের পাশ থেকে ১৫ মণ জাটকাসহ একটি নসিমন গাড়ি আটক করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমারের নেতৃত্বে ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালার সহযোগিতায় সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সকালে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা ইলিশসহ একটি নসিমন গাড়ি আটক করা হয়।বুধবার সকালে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শাম্মী আকতার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিম খানায় বণ্টন করেন। কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নাসিরুল হক/এফএ/এবিএস