স্বেচ্ছাসেবক দল ফেনী সদর উপজেলা শাখার সদস্য সচিব বেলাল হোসেনের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১০ জানুয়ারি) রাতে হামলাকারীরা ফেনী সদর উপজেলা লেমুয়া ইউনিয়নের মীরগঞ্জস্থ বেলালের গ্রামের বাড়ির মূল ফটক ভাঙচুর করেছে বলে বাড়ির লোকজন অভিযোগ করেছেন। এসময় বাড়ির বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
স্থানীয়রা জানায়, ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল পরিবার নিয়ে শহরে থাকেন। গ্রামের বাড়িতে তার মা-বোন থাকেন। ঘটনার রাতে দুর্বৃত্তরা তার বাড়ির সামনে বোমা ফাটিয়ে মূল ফটক ভাঙচুর করেছে।
স্বেচ্ছাসেবক দল নেতা বেলাল হোসেন অভিযোগ করেন, সরকার দলীয় সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন ও সদর উপজেলা আহবায়ক জোবায়ের হোসেন।
তারা আরও বলেন, হামলা চালিয়ে এবং মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ধমিয়ে রাখা যাবে না।
আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/জিকেএস