খেলাধুলা

ঢাকায় জাপান অনূর্ধ্ব-২১

বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মঙ্গলবার দুপুর ১টায় ঢাকা পৌঁছেছে জাপান অনূর্ধ্ব-২১ দল। বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।এই ম্যাচে অংশ নিতে দুপুর ১ টায় মি: টিজি-৩২১ ফ্লাইটযোগে ঢাকায় অবতরণ করে জাপান দল। তাদেরকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।মঙ্গলবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করে জাপান দল। আর বাংলাদেশ দল অনুশীলন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঠে।