প্রথমবারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করে জয় পেয়েছেন রুমানা আলী। এখানেই শেষ নয়, সংসদ সদস্য হয়েই প্রতিমন্ত্রী হলেন তিনি। তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন মো. জাকির হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি।
অপরদিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন সিমিন হোসেন রিমি। এ মন্ত্রণালয়ের আগে প্রতিমন্ত্রী ছিলেন ফজিলাতুন নেসা ইন্দিরা।
রুমানা আলী ও সিমিন হোসেন রিমি দুজনই গাজীপুর থেকে নির্বাচন করেন। রুমানা গাজীপুর-৩ আসন থেকে লড়াই করে বিজয়ী হন। তার বাবা প্রয়াত মো. রহমত আলী টানা পাঁচবার শ্রীপুর ও গাজীপুর সদর আসন থেকে সংসদ সদস্য ছিলেন।
অপরদিকে সিমিন হোসেন রিমি গাজীপুর-৪ আসনে জয় পান। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান।
জেডএইচ/জেআইএম