খেলাধুলা

পাকিস্তানের কোচ হবেন না আকিভ জাভেদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা সব এলোমেলো করে দিচ্ছে পাকিস্তানের। বিশ্বকাপ চলাকালেই দলের মধ্যে কোন্দলের গুঞ্জন শোনা গিয়েছিল। বিশ্বকাপে দলের নিদারূন ব্যর্থতা পাকিস্তান ক্রিকেটে আরও সঙ্কটের তৈরী করে দেয়। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ফিরে পদত্যাগ করেন অধিনায়ক শহিদ আফ্রিদি এবং কোচ ওয়াকার ইউনুস। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদকে নিয়োগ দেয়া হলেও নতুন কোচ খুজছে পাকিস্তান।শোনা যাচ্ছিল বর্তমানে আরব আমিরাতের কোচ হিসেবে দায়িত্ব পালন করা আকিব জাভেদকেই পাকিস্তানের কোচ হিসেবে চায় পিসিবি। কিন্তু নিজ দেশের কোচ হিসেবে দায়িত্ব নিতে অস্বীকৃতি জানাচ্ছেন আকিভ জাভেদ। পাকিস্তানি মিডিয়ার খবর, আকিব জাভেদ পাকিস্তানের কোচ হওয়ার জন্য আবেদনই করবেন না।কোচ নিয়োগ দেয়ার জন্য যে কমিটি গঠন করেছে পিসিবি, তাতে আস্থা নেই আকিব জাভেদের। তিনি জানিয়ে দিয়েছেন তাদের তিনি কোনভাবেই বিশ্বাস করেন না এবং এ কারণে কোচের পদের জন্য আবেদনও করবেন না। লাহোরে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে আকিব জাভেদ বলেন, ‘এই কমিটি তো স্থানীয় কোচই নিতে ইচ্ছুক নয়। তারা বোঝাচ্ছে খেলোয়াড়রা চায় বিদেশী কোচ। তারা দু’জন (ওয়াসিম আকরাম এবং রমিজ রাজা) চান বিদেশী কোচ নিয়োগ দিতে। সুতরাং, এখানে কোচের পদের জন্য আবেদন করে কোন লাভ নেই।’আকিব জাভেদ এটাও জানিয়েছেন যে, সবাই চায় ভালো থেকে আরও ভালোর দিকে যেতে। কিন্তু পরিস্থিতি এখন যা হয়েছে, তাতে নিজেকে অপমানিত করার কোন মানেই দেখছেন না তিনি। ১৫ বছরের কোচিং ক্যারিয়ার এবং পাকিস্তান দলের বর্তমান সদস্যদের অনেকের সঙ্গেই ইয়থ টিমে কাজ করার কারণে অনেক বোঝাপড়া রয়েছে। সুতরাং, খেলোয়াড়দের সঙ্গে তার কোন ঝামেলা নেই।আইএইচএস/এবিএস