দেশজুড়ে

ফকিরহাটে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই, আটক ২

বাগেরহাটের ফকিরহাটে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে দুই ছিনতাইকারীকে আটক করেছে কাটাখালী হাইওয়ে পুলিশ। এসময় ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের লখপুরের আল আরাফা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার বড় দাউদপুর গ্রামের লাবলু মিয়ার পুত্র শাওন মিয়া (২৩) ও খুলনার রুপসা থানার দেয়াড়া গ্রামের মৃত আব্দুল ওহাব শেখ এর পুত্র আব্দুল ওয়াদুদ (শাকিল) (২৭)।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ জানান, মোল্লারহাট উপজেলার বাসাবাড়ি এলাকার আব্দুর রকিব শেখ এর পুত্র মঞ্জু শেখ নামের একজন ইজিবাইক চালককে যাত্রীবেশে দুজন ছিনতাইকারী ভাড়া করে বাগেরহাট মাজারে ঘুরতে নিয়ে আসেন। এসময় তারা কৌশলে চালককে কফির সঙ্গে চেতনাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে লখপুরের আল আরাফা পেট্রোল পাম্পের সামনে পুলিশের চেকপোস্ট থেকে দেই ছিনতাইকারীকে ইজিবাইকসহ আটক করা হয়।

এনআইবি/এমএস