দেশজুড়ে

অন্তঃসত্ত্বা প্রেমিকার গর্ভপাতের চেষ্টা, যুবক কারাগারে

নোয়াখালী সদরে অন্তঃসত্ত্বা প্রেমিকার (২৭) গর্ভপাত চেষ্টার অভিযোগে হামিদুর রহমান (২৮) নামের এক ডিপ্লোমা চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে মাইজদী বাজারের হোটেল ওয়াসি ইন্টারন্যাশনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হামিদুর রহমান হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মধ্য সোনাদিয়া গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় জাহাজমারা বাজারে নিজের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন। বিকেলে প্রেমিকার করা ধর্ষণ মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে তরুণীকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়। পরে বাদীর লিখিত অভিযোগে থানায় ধর্ষণ মামলা রুজু করা হয়।

ভুক্তভোগী তরুণীর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে। তিনি জাগো নিউজকে জানান, নোয়াখালী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) পড়ালেখার সুবাদে হামিদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন হামিদ। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সোমবার বিয়ের কথা বলে হোটেল ওয়াসিতে নিয়ে যান ওই যুবক। পরে সেখানেও তিনি ধর্ষণ করেন এবং ওষুধ সেবন করে গর্ভপাতের চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস