মাদারীপুরের শিবচরে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে ঘরের মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে অসুস্থ তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সোমবার দিনগত রাতে মিজানুর রহমানের পরিবারের লোকজন খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘরের দরজা না খুললে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। এতে সাড়া না দিলে সন্দেহ হয়। পরে ঘরের পেছনের বেড়া কাটা দেখতে পান প্রতিবেশীরা। এ সময় অসুস্থ তিনজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা কৌশলে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রাখেন। সেটি খেয়ে আমরা অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ি। দুর্বৃত্তরা টিনশেড ঘরের বেড়া কেটে নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার হালদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এএসএম