দেশজুড়ে

চাল মজুত করায় মিল মালিকের লাখ টাকা জরিমানা

নওগাঁর মহাদেবপুরে চাল মজুত করায় এসিআই অটোরাইস মিলকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ এ জরিমানা করেন। ওই টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

তিনি বলেন, মিলে নির্দেশিত ধারণক্ষমতার চেয়ে বেশি আতপ চাল মজুত থাকায় এ জরিমানা করা হয়। মজুত করা চাল তিন কার্যদিবসের মধ্য বিক্রির আদেশ দেওয়া হয়েছে।

এসময় নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা, জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ উপস্থিত ছিলেন।

মশিউর রহমান/আরএইচ/এমএস